কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ স্কুল ছাত্র আজমাইনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরের দিকে শহরের সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সে কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তার বাবার নাম করুমুল হক। সে শহরের পিটি স্কুল এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে সী-সেইফ লাইফগার্ডের ইনচার্জ মোহাম্মদ ওসমান জানিয়েছেন, এদিন সকাল সাড়ে আটটার দিকে সমুদ্রের শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় আজমাইন। কয়েকজন বন্ধু মিলে স্কুল পালিয়ে সমুদ্র সৈকতে এসে ফুটবল খেলে। খেলা শেষে সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয় দু’জন। তারমধ্যে একজনকে উদ্ধার করে বন্ধু এবং জেলেরা। তখন থেকে নিখোঁজ ছাত্রকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি শুরু হয়। পরে সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।