কক্সবাজার শহরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে খুলেছে বিভিন্ন দোকান ও শপিং সেন্টার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১৮২২ বার পড়া হয়েছে
লকডাউন জারি থাকলেও কক্সবাজার শহরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে খুলেছে বিভিন্ন দোকান ও শপিং সেন্টার।
সকালে শহরের এসআর সুপার মার্কেট, নিউ মার্কেট ও হকার মার্কেটের বেশীরভাগ দোকান খুলে ব্যবসা পরিচালনা করতে দেখা যায়। ফলে লকডাউনের বিধি নিষেধ উপেক্ষা করে কেনাকাটা করার জন্য ভিড় জমাচ্ছে ক্রেতাসাধারণ। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ জানিয়েছেন, লকডাউনের সময় কাপড়ের দোকান খোলা সম্পূর্ণ নিষেধ। কিন্তু আইন অমান্য করে যেসব প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।