কক্সবাজার থেকে ৯৬১ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অক্টোবর ২০২২
- / ১৮০৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে আরো ৯৬১ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হচ্ছে। গতকাল রাতে উখিয়ার ডিগ্রি কলেজ মাঠ থেকে কয়েকটি গাড়িতে নৌবাহিনীর তত্ত্বাবধানে ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেন তারা।
সকালে চট্টগ্রামে পৌঁছে বোট ক্লাবে বিশ্রাম শেষে দুপুরের পর জোয়ার এলে নৌবাহিনীর বিশেষ জাহাজে ভাসানচরে যাবেন তারা। এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, পৌঁছার পর প্রথমে তাদের ভাসানচর সম্পর্কে ধারণা দেয়া হবে। পরে, কয়েকদিনের খাবার ও আনুসঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র বুঝিয়ে দেয়ার পর তাদের জন্য বরাদ্দ করা ঘর হস্তান্তর করা হবে। এর আগে ১৭ দফায় আরো অন্তত ৩০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয় ভাসানচরে। উন্নত জীবন যাপনে আগ্রহী কক্সবাজারের ক্যাম্প ছেড়ে ভাসানচরে স্থানান্তর হওয়ার আগ্রহ বাড়ছে রোহিঙ্গাদের।