দেশের সব অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস, কক্সবাজারে ৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:০০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩
- / ১৮৩০ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজারে ৩০টি ইউনিয়নের দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাহাড় ধস ও ঢলের পানিতে ভেসে রোহিঙ্গাসহ ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ভারী বৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজার চকরিয়ার ১২ ইউনিয়ন। পাহাড়ি ঢলে মাতামুহুরি নদীতে নিখোঁজ রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। একই উপজেলার বরইতলীর বড়ঘোনায় ২ শিশুসহ ক্যাম্পের পাহাড় ধসে মাটি চাপা পড়ে মারা গেছে ২ রোহিঙ্গা। কক্সবাজার পৌরসভাসহ প্রতিটি উপজেলায় চালু করা হয়েছে আশ্রয় কেন্দ্র।
২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বান্দরবানে।
রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা এলাকায় সকাল ছয়টার দিকে পাহড়ধস হয়েছে। পাহাড়ধসে বাঘাইছড়ি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ আছে
ফেনীতে মুহুরী নদীর বেড়িবাঁধে নতুন করে ভাঙনে লোকালয়ে পানি ঢুকছে। মুহুরী ও কুহুয়া নদীর ৩টি স্থানে ভেঙে প্লাবিত ৮ গ্রামের অবস্থার কোন উন্নতি হয়নি। পানি বিপৎসীমার ৭ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
খাগড়াছড়িতে গত কয়েকদিনের টানা বর্ষণে নদী ছড়ার পানি বাড়তে শুরু করেছে। ২৪ ঘন্টায় জেলায় ৬০ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। নিম্নাঞ্চল প্লাবিত শুরু হয়েছে। পৌর শহরে ১০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।