কক্সবাজারে সন্ত্রাসী গ্রুপের গুলিতে নিহত দুই রোহিঙ্গা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩
- / ১৯৯৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আধিপত্য বিস্তারের ঘটনায় সন্ত্রাসী গ্রুপের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। ভোর ৩ থেকে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই রোহিঙ্গা হলেন, ২ নম্বর ক্যাম্পের বাসিন্দা ছানাউল্যাহ ও ৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন। উখিয়া থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ২ নম্বর ক্যাম্পে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জন সন্ত্রাসী গুলি ছোরা শুরু করলে, ঘটনাস্থলে থাকা ছানা উল্যাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। মাত্র এক ঘন্টার ব্যবধানে ৭নম্বর ক্যাম্পে আরেকটি সশস্ত্র গোষ্ঠীর ১৫/১৬ জন সন্ত্রাসী এক চায়ের দোকানে গুলি চালায়। এসময় ক্যাম্পের বাসিন্দা আহম্মদ হোসেন নিহত হন। ওসি শেখ মোহাম্মদ আলী আরও বলেন, এক ঘণ্টার ব্যবধানে সন্ত্রাসী গ্রুপের গুলিতে ওই দুজন নিহত হন।