কক্সবাজারের মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলো জাপানি কনসালটেন্ট প্রতিষ্ঠান- নিপ্পন কোয়েইর।
বিকেলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের মাধ্যমে এই প্রকল্পের কাজ শুরু হয়। পরে সর্ববৃহৎ এই প্রকল্পের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ। তিনি জানান, সক্ষমতার সবটুকু দিয়ে উর্দ্ধমুখী আমদানী-রপ্তানী বাণিজ্যে সহায়তা করছে চট্টগ্রাম বন্দর। এই অবস্থায় নতুন বন্দর নির্মানের বিকল্প নেই। মাতারবাড়ি বন্দরের সঙ্গে কানেক্টিভিটিতে যে সমস্যা আছে তাও সমাধান হয়ে যাবে নির্ধারিত সময়ের মধ্যেই। ২০২৬ সাল পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের মেয়াদকাল ধরা হলেও ‘২৫ সালের শুরুতেই কাজ শেষ হবার আশাও জানান তিনি।