কক্সবাজারে নিখোঁজদের মধ্যে জেলেসহ ৪ জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১০:৫৩:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬৮০ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে কক্সবাজারে নিখোঁজদের মধ্যে আরও তিন জেলে ও পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ পারুল নামে মহেশখালীর এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। ইনানী সমুদ্র সৈকত, পশ্চিম কুতুবদিয়া পাড়া ও মহেশখালির কোহেলিয়া নদীতীরে তাদের মরদেহগুলো ভেসে আসে। এ নিয়ে গত তিনদিনে ট্রলার ডুবি, পাহাড়ধস ও বানের পানিতে ভেসে শিশুসহ মারা গেছে ১৪ জন। ট্রলার মালিক সমিতি বলছে, এখনো নিখোঁজ রয়েছে মাঝিমাল্লাসহ বেশ কিছু ফিশিং ট্রলার।
সময় যতো গড়াচ্ছে কক্সবাজার সৈকতে একে একে ভেসে আসছে সব নিথর দেহ। বাড়ছে মৃত্যুর মিছিল। চিরচেনা সমুদ্র সৈকতের এখানে-সেখানে পড়ে আছে শুধু লাশ। ধারণা করা হচ্ছে, মরদেহগুলো ট্রলার ডুবিতে নিখোঁজ মাঝি-মাল্লাদের। তিনদিনের টানা ভারী বৃষ্টি কিছুটা কমেছে। কমতে শুরু করেছে বন্যার পানিও। কিন্তু স্বজনহারা মানুষগুলোর মনে যে ক্ষত তৈরি হয়েছে তার বেদনা কমছে না।
বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ১৯ মাঝিমাল্লা উদ্ধার হলেও এখনো নিখোঁজ অন্তত অর্ধ-শতাধিক জেলে। এদের মধ্যে দু’দিন সৈকতে ভেসে এসেছে ৫ জেলের মরদেহ। বাকিদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে লাইফ গার্ড সদস্যরা। আবহাওয়া অফিস জানায়, কক্সবাজারে গত ২৪ ঘন্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সমুদ্রবন্দরে এখনো জারি রয়েছে তিন নাম্বার সতর্কতা সংকেত।