কক্সবাজারের ডাকাতের গুলিতে প্রবাসী যুবক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কক্সবাজারের পেকুয়ায় ডাকাত দলের গুলিতে এক মালয়েশিয়া প্রবাসী যুবক নিহত হয়েছে।
গেল রাতে শীলখালী ইউনিয়নের সাপেরগারা এলাকায় এ ঘটনা ঘটে। রোববার ওই যুবকের বিয়ে হয় বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে তাঁর শশুরবাড়ি থেকে পাঁচজন অতিথি বেড়াতে আসেন। সন্ধ্যায় মেহমানদের বিদায় জানানোর পর মুখোশধারী ৮-১০ জনের ডাকাত দল বাড়ির পিছনে রান্নাঘরের দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়ে। এসময় তাদের প্রতিহত করতে এলোপাতাড়ি গুলি ছোড়ে ডাকাত দলের সদস্যরা। এ ঘটনায় ওই প্রবাসী যুবক সেখানেই নিহত হয়। এছাড়া তার মা ও ছোটভাই গুরুতর আহত হয়। এদিকে, ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।