কক্সবাজারের গোলাগুলির পর ২৫ কোটির টাকা মূল্যের ৫ কেজি ক্রিস্টাল মেথ আইসের চালান জব্দ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
- / ১৮৮৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় গোলাগুলির পর ২৫ কোটির টাকা মূল্যের ৫ কেজি ক্রিস্টাল মেথ আইসের চালান জব্দ করেছে বিজিবি।
শুক্রবার সকালে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির। তিনি জানান, মিয়ানমার হতে বাংলাদেশে প্রবেশের সময় উখিয়ার পালংখালী বাজার থেকে আনুমানিক ১০০ গজ দক্ষিণে বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ আইস মাদক ব্যবসায়ীরা বহন করছিলো। সীমান্ত এলাকায় তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র মাদক কারবারিরা বিজিবি টহল দলের ওপর গুলিবর্ষণ করে। টহল দলও পাল্টা গুলি করলে মাদক রেখে পালিয়ে যায় কারবারীরা। ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে পাঁচ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ করে