কক্সবাজারের কলাতলীতে বিশেষ অভিযানে ৮ জুয়াড়ীকে আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুন ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
কক্সবাজারের কলাতলীতে বিশেষ অভিযানে ৮ জুয়াড়ীকে আটক করেছে রেব।
কক্সবাজার রেব ১৫-এর উপ-অধিনায়ক মেজর মঞ্জুর মেহেদী ইসলাম জানান, অনেকে জুয়ায় নিঃস্ব হয়েছেন এমন সংবাদের প্রেক্ষিতে নজরদারি বাড়ায় রেব। তারই ধারাবাহিকতায় গেল রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত জুয়াড়ীদের আটক করা হয়। এসময় নগদ ১৩ লাখ টাকা, দু’টি মোটর সাইকেল, একটি প্রাইভেট কার ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।