ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুক্তরাষ্ট্রের ২ কংগ্রেসম্যানের শ্রদ্ধা
- আপডেট সময় : ০২:০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
- / ১৬৯১ বার পড়া হয়েছে
ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্মৃতি জাদুঘর পরিদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিক সফর শুরু করেছেন মার্কিন দুই কংগ্রেসম্যান। সকাল সাড়ে ১১টায় তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য এড কেইস ও অপরজন রিপাবলিকান পার্টির রিচার্ড ম্যাকরমিক। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সফররত মার্কিন কংগ্রেসম্যানরা পরিদর্শন বইয়ে সই করেন। এ সময় তাদের বঙ্গবন্ধুর উপর লেখা বই ও উপহার সামগ্রী দেয়া হয়। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। বিকেলে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে চা-চক্রের কথা রয়েছে। সোমবার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প সফর করবেন এই দুই কংগ্রেসম্যান। সেখানে তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন ও জাতিসংঘের সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রোহিঙ্গাদের আর্থিক অবস্থাসহ সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে জানান যায়।