ওয়ালটন-বিএসজেসি স্পোর্টস ফেস্টিভালের ক্যারম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সদস্য এবং এসএটিভির ক্রীড়া সাংবাদিক নূর উদ্দিন খান।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দৈনিক মুখপাত্রের ক্রীড়া সম্পাদক শফিকুল শামীমকে ২৯-২৭ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন নূর উদ্দিন। এছাড়া ডেইলি অবজারভারের মাহতাব উদ্দিনকে হারিয়ে তৃতীয় হন দৈনিক ইনকিলাবের ক্রীড়া সাংবাদিক জাহেদ খোকন। ফাইনালে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আসিফ আহমেদ। এবারের ফেস্টিভালে ক্যারামসহ মোট পাঁচটি ডিসিপ্লিনে খেলা অনুষ্ঠিত হচ্ছে।