ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী অন্তত ২ হাজার ফ্লাইট বাতিল

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে বিশ্বব্যাপী অন্তত ২ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ৪৫৪টি যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইট ।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের জানায়, বড়দিন সামনে রেখে অন্তত ২ হাজার ২৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ইউনাইটেড এয়ারওয়েজ ১৭০টি, ডেল্টা এয়ার লাইনস ১৩০টি এবং চায়না ইস্টার্ন ৪৭৪টি ফ্লাইট বাতিল করেছে, যা প্রতিষ্ঠানটির মোট ফ্লাইটের ২২ শতাংশ। এছাড়াও এয়ার চায়না প্রায় ১৯০টি ফ্লাইট বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া, শেনজেন এয়ারলাইনস, লায়ন এয়ার এবং উইংস এয়ারের ও বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।