ওমানে নিহত আট প্রবাসীর মধ্যে সাতজনের বাড়ি সন্দ্বীপে
- আপডেট সময় : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ১৯২২ বার পড়া হয়েছে
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত আট প্রবাসীর মধ্যে সাতজনের বাড়ি সন্দ্বীপে। মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় বুধবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। একই এলাকার সাতজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাড়িতে, চলছে আহাজারি।
মাস্কাট থেকে প্রায় ৬৫০ কিলোমিটার দূরে দুকুম সিদরার দিকে একটি মাইক্রোবাসে যাচ্ছিলেন নয় বাংলাদেশি। এসময় গাড়িটির সঙ্গে মাছবাহী কন্টেইনার ট্রাকের সংঘর্ষ হয়, এতে আটজন বাংলাদেশি শ্রমিক নিহত এবং চালক গুরুতর আহত হন।
নিহতদের মধ্যে সাতজনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারা হলেন, মোহাম্মদ আমিন সওদাগর, আরজু, মোহাম্মদ বাবলু, সাহাব উদ্দিন, মোহাম্মদ রকি, জুয়েল ও মোহাম্মদ রনি। মৃত্যুর খবর পৌঁছালে পরিবারগুলোর মাঝে নেমে আসে শোকের ছায়া।
মরদেহগুলো দ্রুত দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে বলে আশা নিহতের স্বজনদের।
নিহতদের মরদেহ মাস্কাটের বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে।

























