ঐতিহাসিক বিজয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক বিজয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট দল। শুভেচ্ছা জানাচ্ছেন দেশ-বিদেশের ক্রিকেটাররা।
জয় থেকে বাংলাদেশ যখন ৬ রান দূরে তখনই দলকে অভিনন্দন জানিয়েছেন সাকিব আল হাসান। লিখেছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য বছরটা কী দারুণভাবে শুরু হলো। অধিনায়ক, খেলোয়াড় ও কোচিং স্টাফকে বড় অভিনন্দন জানান তিনি। জয়ের পর দলকে প্রসংশায় ভাসিয়েছেন তামিম ইকবালও। ব্ল্যাকক্যাপস বধের পর বাংলাদেশের প্রসংশায় ভারতের সাবেক ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। টাইগারদের অভিনন্দন জানিয়েছেন, সাবেক ইংলিশ অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল ভন এবং ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। দুর্দান্ত এমন জয়ে শ্রীলঙ্কার ওপেনার দিমুথ করুণারত্মের টুইটে ভাসছে বাংলাদেশ দল। এদিকে, ম্যাচ জয়ের পর ড্রেসিং রুমে আনন্দ ভাগাভাগি করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।