এ বছর রেকর্ড সংখ্যক সাংবাদিককে জেলে যেতে হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা নিয়ে খবর প্রকাশ করে এ বছর রেকর্ড সংখ্যক সাংবাদিককে জেলে যেতে হয়েছে। এ তথ্য জানিয়েছে, নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস-সিপিজে।
মঙ্গলবার তাদের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের পহেলা ডিসেম্বর পর্যন্ত অন্তত ২শ’ ৭৪ সাংবাদিককে কারাগারে যেতে হয়েছে। গত বছর এ সংখ্যা ছিল ২শ’ ৫০। চীন, তুরস্ক, মিশর ও সৌদি আরবে সবচেয়ে বেশি সাংবাদিকের জেল হয়েছে। সিপিজে জানায়, অনেক দেশের সরকারের করোনা মহামারির খবর প্রকাশের ঘটনায় অনেক সাংবাদিককে জেলে যেতে হয়। অন্তত দুইজন সাংবাদিক পুলিশি হেফাজতে করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন বলে জানায় সিপিজে।