এসেক্সে বুলগেরিয়া থেকে আসা কন্টেইনারবাহী লরির ভেতর থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের বাণিজ্যিক অঞ্চল হিসেবে পরিচিত এসেক্সে বুলগেরিয়া থেকে আসা কন্টেইনারবাহী লরির ভেতর থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ।
দেশটির পুলিশ জানায়, মরদেহগুলোর ৩৮টি প্রাপ্তবয়স্ক ও একটি কিশোরের। এসেক্সের গ্রেজ এলাকার ইস্টার্ন এভিনিউতে অবস্থিত ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্কে মঙ্গলবার রাতে মরদেহ ভর্তি কন্টেইনারটি দেখে স্থানীয়রা অ্যাম্বুলেন্স সার্ভিসকে খবর দেয়। তারা এসে এসেক্স পুলিশকে জানালে লরিটি উদ্ধারের পাশাপাশি এর চালককেও আটক করা হয়। ২৫ বছর বয়সী ওই লরি চালক নর্দান আইল্যান্ডের বাসিন্দা বলে জানিয়েছে দি গার্ডিয়ান। মরদেহগুলো শনাক্তের চেষ্টা করছে পুলিশ। এত বিপুল সংখ্যক মরদেহ উদ্ধারের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। নিহতদের স্বজনদের প্রতি শোক প্রকাশের পাশাপাশি তিনি ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।