এসিড নিক্ষেপের দুটি আলাদা মামলায় চট্টগ্রামে চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। সকালে চট্টগ্রামের মহানগর অতিরিক্ত জেলা আদালত রায় দুটি ঘোষণা করে।
আদালত সুত্র জানায়, ২০১০ সালের ২ অক্টোবর চট্টগ্রামের জয়নগরে বয়সে ছোট খালাতো বোনের বিয়ে ঠিক হওয়ায় ঈর্ষান্বিত হয়ে এসিডে ঝলসে দেয় ফারজানা লতিফ সাকি নামের এক তরুণী। তাকে সহায়তা করে সাকির ভাই ইফতেখার লতিফ সাদি। ১২ বছর বিচারকাজ চলার পর অভিযুক্ত ভাই-বোনকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। অন্যদিকে, ১৯৯৫ সালে ২২ জুলাই বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় চট্টগ্রামের রাঙ্গুনীয়ায় নুরুল আফসার নামে এক যুবককে এসিডে ঝলসে দেয় অভিযুক্ত পাত্রী মোস্তফা খাতুন ও তাঁর মা মাছুমা আকতার। এই ঘটনায়ও অভিযুক্ত মা মেয়েকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।