এসএ পরিবহনের গাড়ি আটকে রাতভর হয়রানী শেষে ভুয়া মামলা
- আপডেট সময় : ১১:৫৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
- / ১৯৯২ বার পড়া হয়েছে
অভিযানের নামে সাধারণ মানুষ ও প্রতিষ্ঠানকে হয়রানী করার অভিযোগ উঠেছে ঝিনাইদহ ক্যাম্পের কতিপয় অতি উৎসাহী সেনা-সদস্যদের বিরুদ্ধে। মাগুরা থেকে দেশের জনপ্রিয় কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের গাড়ি আটকে রাতভর হয়রানী শেষে ভুয়া মামলায় গ্রাহকের বিপুল পরিমাণ পণ্য ও গাড়ি জব্দ করেছে তারা। এসএ পরিবহন কর্তৃপক্ষ জানায়, গ্রাহকের বুকিং করা বৈধ পণ্যকে অবৈধ আখ্যা দিয়ে পণ্য ও গাড়ি জব্দ করায় হয়রানীর মুখে পড়েছেন শত শত গ্রাহক। ব্যাহত হয়েছে জরুরী সেবা।
দেশের শীর্ষ স্থানীয় সেবামুলক প্রতিষ্ঠান এস এ পরিবহন। প্রত্যন্ত অঞ্চল থেকে জরুরী চিঠি, ডকুমেন্ট, মালামাল পাঠানোর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এটি। দীর্ঘদিন ধরে দেশের প্রতিটি জেলায় সুনামের সাথে কাজ করছে এস এ পরিবহন। গ্রাহকসেবা নিশ্চিত করতে পার্সেল সার্ভিসের সকল নিয়ম মেনে প্রতিষ্ঠানটি সেবা দিয়ে আসছে। কিন্তু এবার সেই প্রতিষ্ঠানটিকে হয়রানি করার অভিযোগ উঠেছে সেনাবাহিনীর কতিপয় অতিউৎসাহী সদস্যদের বিরুদ্ধে।
সোমবার রাত ১১ টার দিকে এস এ পরিবহণের একটি ডাকবাহী গাড়ি ঢাকায় যাওয়ার পথে মাগুরার ভায়না মোড় পৌঁছালে ঝিনাইদহ সদর আর্মি ক্যাম্পের টহলটিম গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে অস্ত্রের মুখে গাড়িটি মাগুরা থেকে ৩৫ কিলোমিটার দূরে ঝিনাইদহ ক্যাম্পে নিয়ে আসে। চালক ও হেলপারের মোবাইল কেড়ে নিয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় তারা। রাতভর নানান নাটকীয়তা শেষে পরদিন মঙ্গলবার দুপুরে গাড়ী থেকে কিছু মালামাল জব্দ দেখিয়ে গাড়ীটি আটক দেখায়। তবে গাড়ীতে অভেধ পণ্য থাকার বিষয়টি অস্বীকার করেছেন এসএ পরিবহনের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, গাড়ী থেকে যেসব মালামাল জব্দ করা হয়েছে তার সমস্ত বৈধ ডকুমেন্ট রয়েছে। কিন্তু এসব কোন কিছুই আমলে না নিয়ে শুধুমাত্র হয়রানীর উদ্দেশ্যেই গাড়িটি আটক করা হয়।
সট: আবুল কাশেম, ম্যানেজার, এসএ পরিবহন, যশোর।
এস এ পরিবহণ কর্তৃপক্ষ বলছে, আদালতের নির্দেশনা অমান্য করে গাড়িটি আটক করে সেনাবাহিনীর অতিউৎসাহী কতিপয় সদস্য। এতে জরুরী সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি হয়রানীর শিকার হয়েছে শত শত সাধারণ গ্রাহক।
গাড়িটি থেকে যে পণ্য আটক করা হয়েছে তা বাংলাদেশের প্রতিটি দোকানে বৈধ পণ্য হিসেবে প্রকাশ্যে বেচাকেনা হয় বলেও দাবি করেন এস পরিবহনের কর্মকর্তারা।
নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের দাবি জানিয়েছে এসএ পরিবহন কর্তৃপক্ষ।