এসএ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন কোয়াব সভাপতি
- আপডেট সময় : ০৯:২০:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় টেলিভিশন ও দেশের প্রথম হাইডেফিনেশন স্যাটেলাইট চ্যানেল হিসেবে, এসএ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন, ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ–কোয়াব।
বিকেলে রাজধানীর গুলশানে এসএ গ্রুপ অব কোম্পানিজ এর ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদকে শুভেচ্ছা জানাতে এসে নিজ সংগঠনের এই প্রত্যাশার কথা জানান কোয়াবের নব-নির্বাচিত সভাপতি এ বি এম সাইফুল ইসলাম সোহেল। দেশের প্রথম বেসরকারি কুরিয়ার সার্ভিস, এসএ পরিবহনের প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান কোয়াব সভাপতি। এসময় দেশজুড়ে সাধারণ মানুষের সংবাদ ও বিনোদনের প্রত্যাশা পুরণে কোয়াবের নতুন কমিটি জোরালো ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এসএ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসএ টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক সেলিনা আক্তার শেলী, এসএ টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল, প্রধান বার্তা সম্পাদক জাহিদুর রহমান খান উপস্থিত ছিলেন।