এসএ টিভির ঈদ আয়োজন
- আপডেট সময় : ০৫:১৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
- / ১৭৫৫ বার পড়া হয়েছে
ঈদে আনন্দ বাড়াতে বৈচিত্র্যময় অনুষ্ঠান নির্মাণ করে টেলিভিশন চ্যানেলগুলো। এই ঈদে এসএ টিভিতে থাকছে তিনটি সেলিব্রিটি শো ও বিশেষসংগীতানুষ্ঠানসহ নানা আয়োজন। প্রতিবারের মতো এবারও ৭ দিনব্যাপী চলবে জমজমাট ঈদ অনুষ্ঠানমালা।
ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে স্বপ্নধরা নিবেদিত ‘সেলিব্রিটি আড্ডা’। পাওয়ার্ড বাই স্বপ্নট্যুর। শাকিলুর রহমানের গ্রন্থনা ও পরিকল্পনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছেন শাহীন মাহমুদ।
শান্তা জাহানের উপস্থাপনায় এই অনুষ্ঠানে অতিথি হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম, নুসরাত ফারিয়া, শবনম বুবলি, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, প্রার্থনা ফারদিন দীঘি ও তাসনিম আনিকা।
ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টায় প্রচারিত হবে ওয়ালটন হোম এন্ড কিচেন এ্যাপ্লায়েন্স নিবেদিত ‘সেলিব্রিটি ঈদ বাজ এন্ড কুকিং’।শাকিলুর রহমানের গ্রন্থনা ও পরিকল্পনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছেন মিজান রহমান ও মফিজুল ইসলাম।
সামিয়া অথৈ এর উপস্থাপনায় এই অনুষ্ঠানে অতিথি হয়েছেন এফএস নাঈম ও নাদিয়া আহমেদ, সাবিলা নূর ও নেহাল তাহের, চাষী আলম ও তুলতুল, মীর সাব্বির ও ফারজানা চুমকি, দীপা খন্দকার ও সাহেদ আলী এবং শান্তা জাহান ও ফারজানা বিথী।
ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে গুরু কার্বোনেটেড বেভারেজ নিবেদিত ‘ঈদ আনন্দ আড্ডা’। পাওয়ার্ড বাইআরআইসিএল স্টিল। শাকিলুর রহমানের গ্রন্থনা ও পরিকল্পনায় অনুষ্ঠানটি নির্মাণ করেছেন মিজান রহমান ও মফিজুল ইসলাম।
তমা রশিদের উপস্থাপনায় এই অনুষ্ঠানে অতিথি হয়েছেন অপু বিশ্বাস, জায়েদ খান ও ফাল্গুনী রহমান জলি, কাজী নওশাবা আহমেদ, নিরব হোসেন, সাবরিনা সাবা, তানহা তাসনিয়া ও আইরিন সুলতানা এবং মুকিত জাকারিয়া ও দোলন দে।
ঈদ আয়োজন নিয়ে শাকিলুর রহমান বলেন, ‘দর্শকদের ঈদের আনন্দের কথা চিন্তা করেই তিনটি বৈচিত্র্যময় সেলিব্রিটি শো এর আয়োজন করেছি। এইঅনুষ্ঠানে বাংলাদেশের সব বড় বড় তারকা অতিথি হয়েছে। আশা করি, দর্শকদের ভালো লাগবে এবং নতুনত্ব পাবে।’