এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের অনুদান সামগ্রী সোনাইমুড়িবাসীর জন্য আশীর্বাদ
- আপডেট সময় : ০৯:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ২৪৭৩ বার পড়া হয়েছে
লকডাউনের মেয়াদ যতই বাড়ছে, ততই তীব্র হচ্ছে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার গ্রামাঞ্চলের কর্মহীন মানুষের দুর্ভোগ। তাই এসব অসহায় মানুষের মাঝে এ মুহূর্তে এসএ পরিবহন তথা এসএ গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের অনুদান সামগ্রী সোনাইমুড়িবাসীর জন্য আশীর্বাদ বলে জানান জনপ্রতিনিধিরা। এসময় সালাহউদ্দিন আহমেদকে দানবীর আখ্যায়িত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর বারোগাঁও ও নাটেশ্বর এলাকায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এসএ গ্রুপের এই ত্রাণ বিতরণ। দীর্ঘ লাইনে দাঁড়ানো এসব মানুষের সবাই করোনার থাবায় ক্ষতিগ্রস্ত। এরা লাইনে দাঁড়িয়েছেন বাঁচার মতো একটু সহায়তার আশায়।ত্রাণ পেয়ে সন্তুষ্ট এসব অসহায় দরিদ্র মানুষ।
দেখা মিললো নূর হোসেন নামের এক প্রতিবন্ধীর– এ সময়ে মানুষের সাহায্য ছাড়া কিছুই করার নেই বলে তার করোনার ভয়ও নেই।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন, এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সবাই করোনায় নিদারুণ ক্ষতির সম্মুখীন। বিপন্ন এসব মানুষের মাঝে তাই এ ত্রাণ আশীর্বাদ হয়ে এসেছে।
টানা ৫ দিন সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করায় খুশী পুলিশ প্রশাসন। অন্যদিকে কৃতজ্ঞতা জানান ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়ক।
দানের এ হাত ভবিষ্যতেও অব্যাহত থেকে আরো প্রসারিত হবার প্রত্যাশা খেটে খাওয়া সোনাইমুড়ীবাসীর।
বলে জানান জনপ্রতিনিধিরা। এসময় সালাহউদ্দিন আহমেদকে দানবীর আখ্যায়িত করে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর বারোগাঁও ও নাটেশ্বর এলাকায় কর্মহীন দরিদ্র মানুষের মাঝে এসএ গ্রুপের এই ত্রাণ বিতরণ। দীর্ঘ লাইনে দাঁড়ানো এসব মানুষের সবাই করোনার থাবায় ক্ষতিগ্রস্ত। এরা লাইনে দাঁড়িয়েছেন বাঁচার মতো একটু সহায়তার আশায়।
ত্রাণ পেয়ে সন্তুষ্ট এসব অসহায় দরিদ্র মানুষ।
দেখা মিললো নূর হোসেন নামের এক প্রতিবন্ধীর– এ সময়ে মানুষের সাহায্য ছাড়া কিছুই করার নেই বলে তার করোনার ভয়ও নেই।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানালেন, এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সবাই করোনায় নিদারুণ ক্ষতির সম্মুখীন। বিপন্ন এসব মানুষের মাঝে তাই এ ত্রাণ আশীর্বাদ হয়ে এসেছে।
টানা ৫ দিন সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণ করায় খুশী পুলিশ প্রশাসন। অন্যদিকে কৃতজ্ঞতা জানান ত্রাণ বিতরণ কার্যক্রমের সমন্বয়ক।
দানের এ হাত ভবিষ্যতেও অব্যাহত থেকে আরো প্রসারিত হবার প্রত্যাশা খেটে খাওয়া সোনাইমুড়ীবাসীর।