এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
- / ১৮৩৩ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই, যারা গুজব রটাবে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হবে।
ভোলার চরফ্যাশনে অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবন উদ্বোধনকালে তিনি আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করনের বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি সেটার ব্যাপারে গবেশনা চলছে। পরে সিদ্ধান্ত নেয়া হবে। এ সময় তিনি তরুণ প্রজম্মকে দেশকে ভালোবাসার আহব্বান জানান। অনুষ্ঠানে ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট এ কলেজটি প্রতিষ্ঠিত হয় ২০১৪ সালে।