এসএসসি ও সমমানের ফল প্রকাশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৭৭১ বার পড়া হয়েছে
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গতবার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। এবার পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।
ছাত্রদের চেয়ে এগিয়ে ১৫ হাজার ছাত্রী। গতবারের চেয়ে কমেছে জিপিএ। পূর্ণ সিলেবাস ও পূর্ণ নাম্বারে অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসির ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
এসময় সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও নার্সিংয়ে ভর্তি হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, গতানুগতিক চিন্তা বাদ দিয়ে কর্মসংস্থান সংশ্লিষ্ট শিক্ষায়ও শিক্ষার্থীদের ভর্তি হতে হবে।