এসএটিভির একাদশ বর্ষে পদার্পণ উপলক্ষে দ্বিতীয় দিনেও শুভেচ্ছা জানিয়েছেন শুভানুধ্যায়িরা

- আপডেট সময় : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০২৩
- / ২০২৫ বার পড়া হয়েছে
এসএটিভি প্রতিষ্ঠার ১০ বছর পূর্তি ও একাদশ বর্ষে পদার্পণ উপলক্ষে শুক্রবার দ্বিতীয় দিনেও শুভেচ্ছা জানিয়েছেন শুভানুধ্যায়িরা।
গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এসএটিভি ও এসএ গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান শ্যামলী বক্ষব্যাধি হাসপাতালের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার। পরে অতিথিকে সঙ্গে নিয়ে কেক কাটেন ব্যবস্থাপনা পরিচালক।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মির্জা আব্দুল জলিলের পক্ষে ফুলেল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা জানান এসএ পরিহনের মহাখালী শাখা ব্যবস্থাপক রুহুল আমিন। এসময় এসএটিভির হেড অব নিউজ, চিফ নিউজ এডিটর ও এসএ পরিবহনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি এসএটিভি নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান অতিথিরা। আর বর্ষপূর্তির আয়োজনে শুভেচ্ছা জানানোর পাশাপাশি এসএটিভির পাশে থাকায় দর্শক ও শুভনুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানান এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।