এসএটিভিতে সংবাদ প্রকাশের পর দখল হয়ে যাওয়া একটি রাস্তা উদ্ধার করেছে সিটি কর্পোরেশন
- আপডেট সময় : ০৫:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
এসএটিভিতে সংবাদ প্রকাশের পর চট্টগ্রামে দখল হয়ে যাওয়া একটি রাস্তা উদ্ধার করেছে সিটি কর্পোরেশন।
সকালে সিটি কর্পোরেশনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নগরীর বালুছড়ার সোবাহানবাগ এলাকার সড়ক সংলগ্ন জমি কিনে সড়কটি দখল করে সামনে দোকান আর পেছনে দেয়াল তুলে পুরো একটি আবাসিক এলাকার মানুষদের জিম্মি করে ফেলে একটি ভূমিদস্যু চক্র। গেল মাসে সাধারণ মানুষের এই দুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে এসএটিভি। এরই জের ধরে সকালে উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশন।
এদিকে, গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে সড়কের দু’পাশ থেকে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ। দুপুরে কাশিয়ানী উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোপালগঞ্জ-ব্যাসপুর সড়কের ব্যাসপুর বাজার ও জাটিগ্রাম বাজারসহ কয়েকটি স্থানে উচ্ছেদ অভিযান চালানো হয়। এসময় কাশিয়ানী উপজেলার সহকারী কমিশনার ভূমি- মো: আতিকুল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী শাকিরুল ইসলাম এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।




















