এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পদক জিতল বাংলাদেশ

- আপডেট সময় : ০৮:০৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পদক জিতল বাংলাদেশ। চ্যাম্পিয়নশিপের পঞ্চম দিনে জোড়া পদক লাল-সবুজ দলের।
২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে নারী রিকার্ভ দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তাররা ভিয়েতনামকে হারিয়েছে ৫-৩ সেট পয়েন্টে। সকালে আর্মি স্টেডিয়ামে প্রথম দুই সেট জিতে দারুণ শুরু করে বাংলাদেশ। যদিও পরের সেট জিতে ঘুড়ে দাঁড়ানোর চেষ্টা ভিয়েতনামের। শেষ পর্যন্ত এশিয়ান আরচ্যারিতে প্রথম সাফল্য ধরা দেয় বাংলাদেশের। নারীদের দলগত ইভেন্টের পর রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখাস্তানকে ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা। এশিয়ান চ্যাম্পিয়নশিপে আরও বড় পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে বাংলাদেশের। দ্বৈত মিশ্র ইভেন্টে এরই মধ্যে ফাইনালে উঠেছে বাংলাদেশের দিয়া-রুবেল জুটি। শুক্রবার হবে এই ইভেন্টের ফাইনাল।