এশিয়া মহাদেশের বৃহত্তম বটবৃক্ষ ঝিনাইদহের কালীগঞ্জে
- আপডেট সময় : ০২:১৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১৯৫৪ বার পড়া হয়েছে
এশিয়া মহাদেশের বৃহত্তম বটবৃক্ষ ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত । ১৯৮৪ সালে বিবিসির জরিপে এটি এশিয়ার বৃহত্তম বটবৃক্ষের স্বীকৃতি পায়। বট গাছটির আনুমানিক বয়স ৪শো বছর। এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম ও প্রাচীন বটগাছটি ১১ একর জমি জুড়ে ছড়িয়ে আছে। উচ্চতা ৩০০ ফুট। বর্তমানে গাছটির ৫২টি শাখা-প্রশাখা রয়েছে।
গাছটির উৎপত্তি সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও এলাকার বয়োবৃদ্ধদের মুখে জানা যায়, একটি কুয়ার পাড়ে ছিল এ গাছের মূল অংশ। তখন জনবসতি ছিলো খুবই কম। সড়কের পাশে এ গাছটি ছিল ডালপালা পাতায় পরিপূর্ণ। গাছের তলায় রোদ-বৃষ্টি পড়তো না। মাঘ মাসের শীতের রাতেও গাছের নিচে গরম থাকতো। গ্রীষ্মে গাছের নিচে লাগতো ঠান্ডা।
ঐতিহাসিক বটগাছটি দেখার জন্য প্রতিদিন ভিড় জমায় অসংখ্য মানুষ । প্রকৃতি প্রেমিরা শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে অজোপাড়াগায়ের বৃক্ষের তলে এসে কোকিল, ঘুঘু, টিয়া, শালিকসহ নানা প্রজাতির পাখির কিচিরমিচির শব্দে মুগ্ধ হন।২০০৯ সাল হতে যশোর সামাজিক বন বিভাগ রক্ষনাবেক্ষনের দায়িত্ব নিলেও জমি অধিগ্রহনসহ উন্নয়ন কর্মকান্ডের কোন অগ্রগতি নেই।
চারপাশে চলাচলের রাস্তা থাকায় দিনদিন মারা যাচ্ছে গাছটি। এলাকার প্রাচীন ঐতিহ্য ধরে রাখতে ও গাছটিকে ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি এলাকাবাসীর।
গাছটির রক্ষণাবেক্ষণ ও দর্শণার্থীদের পর্যটন কেন্দ্র নির্মাণের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জ শহর থেকে ৯ কিলোমিটার পূর্বে কালীগঞ্জ-আড়পাড়া পাকা সড়কের পাশে সুইতলা মল্লিকপুর গ্রামে প্রাচীন এই বটগাছটির অবস্থান।