এশিয়া কাপে ম্যাচ বাই ম্যাচ ভাল করতে চান সাকিব আল হাসান
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
এশিয়া কাপে এবার ভালো কিছুর প্রত্যাশায় আছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ম্যাচ বাই ম্যাচ ভাল করতে চান অধিনায়ক সাকিব আল হাসান।
প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে টাইগার কোচ হাথুরু সিংহে জানিয়েছেন, চ্যাম্পিয়ন হতেই মাঠে নামবে দল। এশিয়া কাপকে সামনে রেখে মিরপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান টাইগার অধিনায়ক ও কোচ। এশিয়া কাপে দলের অতীত পারফরমেন্সের কথা টেনে টাইগার অধিনায়ক জানান, এবারো ভালো করতে চায় দল। তবে দলের প্রথম টার্গেট সুপার ফোর নিশ্চিত করা। তাই শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষের ম্যাচেই ফোকাস পুরো দলের। ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপের মিশন। আর ৩ সেপ্টেম্বর টাইগাররা মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। এদিকে এশিয়া কাপে অংশ নিতে আগামীকাল দুপুরে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।