এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করলো ভারত
- আপডেট সময় : ০৮:০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮০৪ বার পড়া হয়েছে
এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করলো ভারত। ফাইনালে শ্রীলংকাকে ১০ উইকেটে হারিয়ে রেকর্ড- অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হলো রোহিত শর্মার দল। কলম্বোয় মোহাম্মদ সিরাজের আগুন ঝরানো বোলিংয়ে মাত্র ৫০ রানে অলআউট হয় শ্রীলংকা। ক্যারিয়ার সেরা ৬ উইকেট নেন সিরাজ। হার্দিক পান্ডিয়ার শিকার ৩ উইকেট। জবাবে শুভমান গিলের ২৭, আর ইষান কিষাণের অপরাজিত ২৩ রানে মাত্র ৬ ওভার ১ বলে জয়ের লক্ষ্যে পৌঁছায় ভারত।
এক আসর পর এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে চেনারূপে ভারত। বর্তমান চ্যাম্পিয়নদের কোনরকম পাত্তা না দিয়েই শিরোপা পুনরুদ্ধার করলো রোহিত-বিরাট কোহলিরা। ফাইনালে ১০ উইকেটের দাপুটে জয়ে রেকর্ড- অষ্টমবারের মতো এশিয়ার শ্রেষ্ঠত্ব আদায় করলো ভারত।
ফাইনালে ভারতই ছিল হট-ফেভারিট, তাই বলে এতোটা? স্বপ্নেও হয়তো ভাবেনি প্রতিপক্ষ শ্রীলংকা।
কলম্বোয় টস হেরে ব্যাট করতে নেমে কি বিপদটাই না ডেকে আনলেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। প্রথম ওভারে কুশল পেরেরাকে ফেরান জাসপ্রিত বুমরাহ। এরপর মোহাম্মদ সিরাজের আগুন ঝরানো বোলিংয়ে দিশেহারা স্বাগতিকরা।
চতুর্থ ওভারের প্রথম বলেই ক্যাচ দিয়ে ফেরেন পাথুম নিশাঙ্কা। এক বল পর ইনফর্ম ব্যাটার সাদিরা সামারা বিক্রমাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সিরাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।
পরের বলে চ্যারিথ আসালাঙ্কাকে ফিরিয়ে হ্যাট্রিকের সম্ভাবনা জাগান সিরাজ। হ্যাট্রিক করতে না পারলেও ওভারের শেষ বলে ধনাঞ্জয়া ডি সিলভাকে ফিরিয়ে ফের উপলক্ষ্য এনে দেন এই পেসার।
পরের দুই ব্যাটারকেও ফিরিয়েছেন সিরাজ। শানাকা, মেন্ডিসের উইকেট হারিয়ে শ্রীলংকার অবস্থা তখন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি। ক্যারিয়ার সেরা ৬ উইকেট নিয়ে ক্রিকেটের ক্রিশ্চিয়ানো রোনালদো- মোহাম্মদ সিরাজ।
বাকিদের কেউই প্রতিরোধ গড়তে পারেননি। শেষ তিন উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের ১৫ ওভার ২ বলে মাত্র ৫০ রানে অলআউট করে দেন হার্দিক পান্ডিয়া। যা এশিয়া কাপে সর্বনিম্ন লঙ্কানদের। ১১ জনের ৯ ব্যাটারই ছুঁতে পারেনি দুই অঙ্কের ঘর।
জবাবে যা হবার তাই হয়েছে। অনায়াসে, হেসে-খেলে জিতেছে ভারত।
সিরাজ, হার্দিকরা যেখানে ছিলেন বিধ্বংসী, সেখানে নখদন্তহীন শ্রীলংকার বোলাররা। কোন বিপদ ছাড়াই অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইষান কিষাণ ও শুভমান গিল।
এশিয়া কাপে সমান ৭ শিরোপা জয়ের সুযোগ ছিলো শ্রীলংকার। কিন্তু লঙ্কানদের বৃদ্ধাগুলি দেখিয়ে অষ্টমবার শিরোপা উৎসব করলো ভারত। বিশ্বকাপের বছরে যা আত্মবিশ্বাসের রসদ– রোহিত-বিরাট কোহলিদের