এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। কয়েক ঘণ্টা পরই শুরু হতে যাচ্ছে টাইগারদের ১৬তম আসরের মিশন। ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বৈরথ ক্রিকেটের মাঠের নতুন লড়াই। প্রতিবারই নতুন করে আলোচনার জন্ম দেয়। কেবল মাঠের বাইরে নয়, পরিস্থিতি উত্তপ্ত থাকে মাঠেও। তবে অধিনায়ক সাকিব আল হাসান জিততে চান তিন বিভাগে ভালো খেলে। অন্যদিকে, ইনজুরি জর্জরিত দল নিয়েও, শিরোপায় চোখ লঙ্কান অধিনায়কের।