এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে ওঠা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে ভারতের কাছে ৯ উইকেটে হেরেছে লাল-সবুজ প্রতিনিধিরা।
হাংজুতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৯৬ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ২৪ রান করেন জাকের আলী। ২৩ রান আসে ইমনের ব্যাট থেকে। ১৪ রান করেন স্পিনার রাকিবুল হাসান।
এছাড়া আর কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। জবাবে শূন্য রানে যশস্বী জয়সওয়াল ফিরলেও ৬৪ বল হাতে রেখে সহজ জয় পায় ভারত। ৯৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ জেতান ঋতুরাজ গাইকোয়াদ ও তিলক ভার্মা। ঋতুরাজ ৪০ আর তিলক অপরাজিত ছিলেন ৫৫ রানে। শনিবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে
দ্বিতীয় সেমিফাইনালে পরাজিত দলের সাথে ব্রোঞ্জের পদকের জন্য লড়বে বাংলাদেশ।