এল ক্লাসিকোতে জয় পেয়েছে বার্সেলোনা
- আপডেট সময় : ০৪:০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩
- / ১৬২৯ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় এল ক্লাসিকোতে জয় পেয়েছে বার্সেলোনা। হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে কাতালানরা। আর এ ম্যাচ জিতে লা লিগায় নিজেদের শীর্ষস্থান আরো পাকাপোক্ত করলো জাভি হার্নান্দেজের শিষ্যরা।
ন্যু-ক্যাম্পে ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ নিয়ে খেলার চেষ্টা করে দু’দল। ৯ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। ভিনিসিয়াস জুনিয়রের ক্রস ক্লিয়ার করতে গেলে রোনালন্ড আরাউজো নিজেদের জালেই জড়িয়ে ফেলেন বল। এতে ১-০ গোলে এগিয়ে যায় রিয়াল।
পিছিয়ে থেকে, একের পর এক আক্রমণে অতিথিদের রক্ষণের পরীক্ষা নিতে থাকে বার্সেলোনা। ম্যাচের ৪৫ মিনিটে রিয়ালের ডি-বক্স থেকে সরাসরি বারে শট করেন সার্জি রবার্তো। সে শট আর ঠেকাতে পারেননি কোর্তোয়া। ফলে রবার্তোর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা।
১-১ গোলে সমতায় নিয়ে বিরতিতে যায় দু’দল। বিরতি থেকে ফিরে দু’দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। কিন্তু ফিনিসিং ব্যর্থতায় বার বার গোল বঞ্চিত হয় তারা।
এরপর যোগ করা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। রবার্তোর বদলি হিসেবে নামা ফ্রাঙ্ক কেসির গোলে টানা তিন এল ক্ল্যাসিকোতে জয় নিশ্চিত করে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে এটাই তার প্রথম গোল।
এ জয়ে ২৬ ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে বার্সেলোনা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে রিয়াল মাদ্রিদ।