এমভি আব্দুল্লাহর নাবিকদের ঈদের আগে মুক্তি নিয়ে সংশয়
- আপডেট সময় : ০৫:৫৬:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১৭২৩ বার পড়া হয়েছে
সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিকদের ঈদের আগে মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। জলদস্যুদের সঙ্গে আলোচনা চললেও আনুষ্ঠানিক অগ্রগতি হয়নি এখনো। আবার মুক্তি পেলেও দেশে ফিরতে নাবিকদের সময় লেগে যাবে অন্তত ২০ থেকে ২৫ দিন।
তিন সপ্তাহ হলো সোমালি জলদুস্যুদের হাতে জিম্মি এমভি আব্দুল্লাহর ২৩ নাবিক। জিম্মি হওয়ার ৯ দিনের মাথায় জলদস্যুদের তরফ থেকে ফোন আসে জাহাজ মালিকপক্ষের কাছে। এরপরই জিম্মি নাবিকদের মুক্তির বিষয়টি নিয়ে আলোচনা সামনে আসে। ঈদের আগে নাবিকদের মুক্তির চেষ্টা করা হলেও আলোচনায় বিশেষ অগ্রগতি নেই বলে জানিয়েছে জাহাজ মালিকপক্ষ। তারা বলছে, দেরি হলেও নাবিকেরা যাতে নিরাপদে ফিরতে পারে সেই বিষয়টি গুরুত্ব দেয়া হচ্ছে। কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, কম সময়ের মধ্যে আলোচনার মাধ্যমে নাবিকদের ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে জলদস্যুদের ওপর।