এমপি-মন্ত্রীরা জবাবদিহিতার উর্ধে নয় : ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এমপি-মন্ত্রীরা জবাবদিহিতার উর্ধে নয়। সম্পদের হিসেব দিতে কারোরই আপত্তি থাকা উচিত নয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, সংকটে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে বিএনপি। আর সেই ব্যর্থতা আড়াল করতে মিথ্যাচার করছে দলটি।
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এমপি-মন্ত্রীদের সম্পদের হিসাব নেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনিয়ম – দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের অবস্থান অত্যন্ত কঠোর এবং স্পষ্ট। স্বাধীন সংস্থা হিসেবে দুদক যে কোন অপরাধের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে।
বিএনপির প্রতিনিয়ত মিথ্যাচার প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশে যে পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন তা পর্যায়ক্রমে আসবে।
ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির নেতাদেরকে একাধিক টিম করে বিভিন্ন পাড়া-মহল্লায় জনগণকে সঠিকভাবে মাস্ক পরিধানে উৎসাহিত করার উপরও গুরুত্বারোপ করেন ওবায়দুল কাদের।