এমপিকে খুশি করতে সংসদ সদস্যের বাবার নামে স্কুল ভবন
- আপডেট সময় : ০১:৫২:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
সাড়ে চার কোটি টাকায় নির্মিত স্কুল ভবনের নামকরণ করা হয়েছে এমপির বাবার নামে। ছয়তলা একাডেমিক ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এমপিকে খুশি করতেই এমন কাণ্ড করা হয়েছে রাজশাহী কোর্ট একাডেমিতে। এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে আইনী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে শিক্ষা বিভাগ। রাজশাহী থেকে জিয়াউল গনি সেলিমের প্রতিবেদন।
রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় এই স্কুলটি প্রতিষ্ঠার জন্য জমি দিয়েছিলেন স্থানীয় কয়েকজন শিক্ষানুরাগী। তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট নিজের নামে স্কুলটির নামকরণ করেন- মিউনিসিপ্যাল সোবহান এইচ.ই স্কুল। ১৯৫৩ সালের ৩১ অক্টোবর স্কুলটি উদ্বোধন করেন তৎকালীন বিভাগীয় কমিশনার রহমতউল্লাহ।
তবে ব্যক্তির নাম থাকায় স্কুলের জন্য সরকারী অনুদান পেতে নানা বিড়ম্বনায় পড়তে হয়। পরে ম্যাজিস্ট্রেট সোবহানের নাম বাদ দিয়ে শুধু মিউনিসিপ্যাল রাখা হয়। আরো পরে মিউনিসিপ্যাল শব্দটিও ফেলে নতুন নাম হয় রাজশাহী কোর্ট একাডেমি। ২০২০ সালে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাড়ে চার কোটি টাকা খরচে ৬তলা একাডেমিক ভবন নির্মাণ করে। সরকারি টাকায় নির্মিত ভবনের নাম রাখা হয়েছে স্থানীয় এমপি ফজলে হোসেন বাদশার বাবা অ্যাডভোকেট খন্দকার আশরাফ হোসেনের নামে।
এমপির বাবার নামে ভবনের নাম রাখার কথা স্বীকার করলেও এর দায় নিতে চান না স্কুলের সভাপতি।
সরকারী টাকায় নির্মিত ভবন কীভাবে এমপির বাবার নামে হলো- তা জানা নেই বলে দাবি করছেন ম্যানেজিং কমিটির আরেক সদস্য।
তবে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, সরকারি টাকায় নির্মিত একাডেমিক ভবন কোনো ব্যক্তির নামে করার সুযোগ নেই।
দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় ফজলে হোসেন বাদশা এমপির বক্তব্য নেয়া সম্ভব হয়নি।