এমপক্স’র সংক্রমণ রোধে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা
- আপডেট সময় : ১১:১৯:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- / ১৫৭০ বার পড়া হয়েছে
নতুন ভাইরাস এমপক্স’এর সংক্রমণ রোধে বিশেষ সতর্কতামূলক কার্যক্রম শুরু করেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ। ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পর দেয়া হচ্ছে দেশে ঢোকার অনুমতি। সংক্রমণের প্রতিরোধমূলক নির্দেশনার বিভিন্ন লিফলেট সাঁটানো হয়েছে যাত্রী প্রবেশ গেইটে। ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি কাজ করছে পুলিশ সদস্যরাও। জেলা প্রশাসন ও সিভিল সার্জন জানান, ঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ভারত থেকে আসা এসব যাত্রীদের শরীরে কোনো উপসর্গ আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করছে ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ । তবে এখন পর্যন্ত কেউ ভাইরাসটিতে আক্রান্ত বা শনাক্ত হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি কাজ করছে পুলিশ সদস্যরাও জানান ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্য বিভাগ।
এমপক্স সংক্রমণ রোধে ভোমরা স্থলবন্দরে বিশেষ সতর্কতা নেয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আর এখন পর্যন্ত কেউ শনাক্ত হয়নি বলে জানান সিভিল সার্জন।
তবে আতঙ্কিত না হয়ে সচেতন হলে সংক্রমণ রোধ করা সহজ হবে।