এবার হিম বাতাস আর ঘন কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭১ বার পড়া হয়েছে
এবার হিম বাতাস আর ঘন কুয়াশায় পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। এতে স্থবির হয়ে পড়ছে জনজীবন। বৃষ্টির পর হিম বাতাস আর ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা ।
এ অবস্থায় কনকনে ঠান্ডায় কাহিল সাধারণ মানুষ। খেটে খাওয়া মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজে যোগ দিতে পারছে না।ফলে চরম বিপাকে পড়েছেন। একটু উষ্ণতা পেতে রাস্তার পাশে খড় কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগির সংখ্যা।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মোঃ রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় গত কয়েকদিন থেকে তাপমাত্রা ওঠানামা করছে। আজ সকাল ৯ টায় তেঁতুলিয়া তাপমাত্রা রেকর্ড করা হযয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস।