এবার সিলেটে যাত্রা শুরু করছে আধুনিক সব সুবিধাসম্পন্ন হোটেল গ্রান্ড প্যালেস এন্ড রিসোর্ট

- আপডেট সময় : ১০:৪৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
এবার পূণ্যভূমি সিলেটে যাত্রা শুরু করছে ৫ তারকা মানের আধুনিক সব সুবিধাসম্পন্ন হোটেল গ্রান্ড প্যালেস এন্ড রিসোর্ট। আজ বিকেলে সিলেটের জল্লারপাড়ে গ্রান্ড প্যালেসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আর সন্ধ্যায় দেশের প্রথিতযশা সংগীত শিল্পীরা গালা কনসার্টে মাতাবেন পর্যটন নগরীকে। এ উপলক্ষে গোটা সিলেট নগরীতে পড়ে গেছে সাজ সাজ রব। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ জানান, বাংলাদেশের পর্যটনশিল্পের বিস্তারে বিশেষ ভূমিকা রাখবে গ্রান্ড প্যালেস।
‘দুটি পাতা একটি কুঁড়ির শহর সিলেটে’র সৌন্দর্য্যে মুগ্ধ হন না এমন মানুষ বিরল। আর তাই দেশীয় পর্যটকের পাশাপাশি বিদেশীদেরও পছন্দের তালিকার শীর্ষে– সিলেট। জাফলংয়ের স্বচ্ছ নীল পানি, পাহাড়-টিলা, রাতারগুল আর চা বাগানের সতেজতায় আত্মহারা পর্যটকদের নিরাপদ ও আন্তর্জাতিক মানের আবাসন নিশ্চিত করতে এসএ গ্রুপের বৃহৎ প্রয়াসের অংশ– গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সার্বিক প্রস্তুতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন গ্রাণ্ড প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, বুলেটপ্রুফ রুম, একোরিয়াম সুইমিংপুল, হেলিপ্যাডসহ নানা সুবিধা থাকায় সিলেটে পর্যটকদের পছন্দের শীর্ষে থাকবে গ্রাণ্ড প্যালেস।
এসএ গ্রুপের কর্ণধার সালাহউদ্দিন আহমেদ আরো জানান, যোগ্য ও দক্ষ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় এসএ গ্রুপ। আর তাই রংপুর ও সিলেটের পর দেশের বিভিন্ন বিভাগীয় শহরে এই দেশীয় হোটেল চেইন চালুর পরিকল্পনা রয়েছে। পরে বর্ণাঢ্য ঘোড়ার গাড়ি, ব্যান্ডদল ও রঙিন ব্যানার-ফেস্টুনের শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নগরবাসীর অংশগ্রহণে বিশাল শোভাযাত্রাটি জল্লারপাড়ে গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টের সামনে গিয়ে শেষ হয়।