এবার প্রতারণার আশ্রয় নিচ্ছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৮৯৭ বার পড়া হয়েছে
পররাষ্ট্র মন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করেছেন, নির্বাচনের আগে বিদেশিদের কাছে ঘুরে ঘুরেও নির্বাচন প্রতিহত করতে না পেরে এবার প্রতারণার আশ্রয় নিচ্ছে বিএনপি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক এগিয়ে যাচ্ছে দেখে জালিয়াতির আশ্রয় নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেন তিনি।
সকালে চট্টগ্রাম নগরীর এক কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি আরো বলেন, দেশের অভূতপূর্ব উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে বিএনপি। কিন্তু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকারের প্রচেষ্টাকে কোন দেশি-বিদেশি শক্তি যেন বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে জনগণকে সজাগ থাকার আহবান জানান পররাষ্ট্র মন্ত্রী।