এবার টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার

- আপডেট সময় : ১২:৩৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
এবার টুইটার ও ইনস্টাগ্রাম বন্ধের নির্দেশ দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। সামরিক সরকারের শুক্রবার ঘোষণা মোতাবেক পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত মোবাইল অপারেট এবং ইন্টারন্টে পরিষেবা সরবরাহকারীদের টুইটার-ইনস্টাগ্রাম বন্ধ রাখতে বলেছে।
একের পর এক খড়গ নামছে দেশটির জনগণের ওপর। এর আগে গত বৃহস্পতিবার ফেসবুক বন্ধ করে দেয় সামরিক সরকার। মিয়ানমারের ৫ কোটি ৪০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করে। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কঠোরতা নিয়ে প্রশ্ন করা হলে মন্তব্য করতে রাজি হয়নি দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ে মিয়ানমারর সরকারের কঠোর অবস্থানে ক্ষোভ প্রকাশ করে টুইটারে এক মুখপাত্র জানিয়েছেন, সামজিক যোগাযোগমাধ্যমে বিধিনিষেধ দিয়ে মানুষের কণ্ঠরোধ করা হচ্ছে। ইন্টারনেট সেনা পুনরায় চালু করতে দেশটির শাসকের প্রতি আহ্বান জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।