এবারের বাজেট জনগণের জীবন যাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে : পরিকল্পনা মন্ত্রী
- আপডেট সময় : ০৮:৩১:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
- / ১৭১১ বার পড়া হয়েছে
কঠিন সময়ে বাজেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। ব্যক্তিগতভাবে বাজেট নিয়ে মতানৈক্য থাকলেও সমস্টিগতভাবে সমর্থন রয়েছে বলে জানান তিনি। দুপুরে ঢাকার মতিঝিলে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় একথা বলেন তিনি।
২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা সভার আয়োজন করে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এণ্ড ইন্ডাস্ট্রিজ এবং গবেষণা সংস্থা পিআরআই। প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে সমালোচনা করেন ব্যবসায়ীরা। করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট সংকটের কথা তুলে ধরে পরিকল্পনা মন্ত্রী জানান, টানা প্রায় দেড় দশকের ক্ষমতার মধ্যে বিগত ১২ বছরে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেও বর্তমানে অবস্থা কঠিন হয়ে উঠেছে। এর মাঝেও সরকার ভালো বাজেট দিয়েছে।
সামগ্রিক বাজেটে ভর্তুকি কমানো হলেও খাদ্য নিরাপত্তায় প্রান্তিক পর্যায়ের কৃষকদের ভর্তুকি অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। এছাড়া করযোগ্য আয় না থাকলেও সর্বনিম্ন ২ হাজার টাকা করপ্রস্তাবের ব্যখ্যা দেন পরিকল্পনা মন্ত্রী।
এবারের বাজেট জনগণের জীবন যাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলেও মনে করেন এমএ মান্নান। আর ব্যবসায়ী নেতাদের মতে, অতিরিক্ত কর আরোপে দেশে মূল্যস্ফীতি বাড়তেই থাকবে।