এবারও ব্যাপক হারে ব্লাস্ট ভাইরাসে আক্রান্ত হয়ে শুকিয়ে যাচ্ছে গমের শীষ
- আপডেট সময় : ১০:৩৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
মেহেরপুরে এবারও ব্যাপক হারে ব্লাস্ট ভাইরাসে আক্রান্ত হয়ে শুকিয়ে যাচ্ছে গমের শীষ। কোন প্রতিকার না পেয়ে দিশেহারা হয়ে পড়েছে গম চাষীরা। ফলে জেলায় এবার গম উৎপাদন লক্ষ্যমাত্রার ৫০ ভাগ পূরণ না হওয়ার আশংকা করছে কৃষি বিভাগ।
কৃষি বিভাগের হিসেবে মেহেরপুরে চলতি মৌসুমে গম আবাদের লক্ষ্যমাত্রা ১৭ হাজার ৮৫৫ হেক্টর ধরা হলেও আবাদ হয়েছে ৮ হাজার ৫০০ হেক্টর। আবাদের লক্ষ্যমাত্রা কম হলেও প্রথম দিকে গম ক্ষেত দেখে কৃষি বিভাগ আশাবাদি ছিল।কিন্তু গমের চারা যখন শীষ নিয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনি ব্লাস্ট ভাইরাসের প্রকোপ দেখা দেয়। এখন শুকিয়ে যাচ্ছে গমের শীষ। কোন ওষুধেই প্রতিরোধ হচ্ছেনা এই ভাইরাসের। এতে দিশেহারা হয়ে পড়েছে চাষীরা। তবে যে সব কৃষক নিজে ঘরে বীজ রেখে বপন করেছেন তাদের গমে ব্লাস্ট লাগেনি।
এরই মধ্যে গম গবেষণা কেন্দ্র থেকে কয়েকবার মাঠ পরিদর্শন করে রোগ নির্ণয়ের পাশাপাশি প্রতিকারের পরামর্শ দেয়া হচ্ছে। তবে কৃষকরা বারী গম ৩০ এবং ৩৩ চাষ করলে ব্লাস্ট ভাইরাসে আক্রান্ত হবে না বলে জানানো হয়।
জেলায় ব্লাস্ট ভাইরাস প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগ শিগগিরই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি গম চাষীদের।