এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে : কাদের
- আপডেট সময় : ০৪:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৬০২ বার পড়া হয়েছে
এবারও ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, যানবাহনের চাপ থাকলেও মহাসড়কে কোন প্রকার যানজট থাকবে না। সকালে সচিবালয়ে ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী। এদিকে মতিঝিলে যুবলীগের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঠেকানো আর আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন গলার জোর আর মুখের বিষ ছাড়া শক্তিহীন হয়ে পড়েছে।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের উত্তরাঞ্চলের ঈদযাত্রায় দূর্ভোগ কমাতে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২, এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের আওতায় নির্মিত একটি রেলওভারপাস, সাতটি ওভারপাস ও ২টি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা প্রান্ত থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এটি উত্তরাঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঈদ উপহার। বর্তমানে ঢাকায় তেমন যানজট নেই দাবি করে ঈদে ঘরমূখো যাত্রীদের স্বস্তির বার্তা দেন সেতুমন্ত্রী।
পাহাড়ে হামলার ঘটনায় তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন এতে গোটা পাহাড় অশান্ত হওয়ার কোনো কারণ নেই।
মতিঝিল টিএন্ডটি উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
বিএনপি-জামায়াতের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে দেশের মানুষের নিরাপত্তা ও গোটা বাংলাদেশ গিলে খাবে তারা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বর্তমান সংকট কেটে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ওবায়দুল কাদের