এপ্রিলে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই : আবহাওয়ার অফিস
- আপডেট সময় : ০৩:০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১৬৮৫ বার পড়া হয়েছে
সারাদেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করে দিনে ও রাতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এপ্রিল পর্যন্ত আর কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়ার অফিস। পূর্বাভাসে বলা হয়েছে, মে’র প্রথম থেকে সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে।
এদিকে, দুদিন বিরতি দিয়ে দেশের ছয় জেলায় আবারো বইছে মৃদু তাপপ্রবাহ। ঢাকাসহ সারাদেশে এই তাপমাত্রা আরও বাড়তে পারে। এবার বৈশাখের আগেই তাপদাহে পুড়ছে গোটা দেশ। বৈশাখের দশদিনের মাথায় সূর্য জানান দিচ্ছে আবহাওয়ার খাম খেয়ালি। এভাবেই কাটতে পারে আগামী সপ্তাহ।
ইট-পাথরের রুক্ষ্ম এই শহরের বৃষ্টিহীন তাপদাহে অতিষ্ঠ জনজীবন। একটু স্বস্তির খোঁজে অনেকের প্রশান্তির জায়গা গাছের ছায়া। বৃষ্টিপাত কমে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আগামী মাসের প্রথম থেকে ঝড়ো হাওয়াসহ ব্রজ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে অধিদপ্তর। চলতি মাসের শেষে হালকা বৃষ্টি হতে পারে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়। তবে তা তাপদাহের উপরে কোনো প্রভাব ফেলবে না।