এনএসডিআই প্রতিষ্ঠার গুরুত্ব অপরিসীম : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

- আপডেট সময় : ০৯:৩৭:০৪ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ১৫০১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে জাতীয় বিশেষ তথ্য ভান্ডার-NSDI প্রতিষ্ঠার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ জরিপ অধিদপ্তর ও জাইকা NSDI বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তবে সরকারি ও স্বায়ত্ত্বশাসিত অংশীজন প্রতিষ্ঠান সমূহের পূর্ণাঙ্গ সহযোগিতা ছাড়া NSDI এর সফল বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান তিনি। এবিষয়ে সকল অংশীজন প্রতিষ্ঠানের আন্তরিক সহযোগিতা কামনা করেন। বিকেলে ঢাকার একটি হোটেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ জরিপ অধিদপ্তর এবং জাইকা বাংলাদেশের যৌথ উদ্যোগে জাতীয় বিশেষ তথ্য ভান্ডার অবকাঠামো শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল।