এনআইডি ছাড়াই করোনার টিকা দেয়ার চিন্তাভাবনা করছে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৬২ বার পড়া হয়েছে
এনআইডি ছাড়াই করোনার টিকা দেয়ার চিন্তাভাবনা করছে সরকার, জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
তিনি আরো জানান, ১৮ বছর বয়সীদের টিকার আওতায় আনা হবে শিগগিরই। সকালে রাজধানীর মুগদা হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকে এ কথা জানান তিনি। রাজধানীতে আরও দুটি ফিল্ড হাসপাতাল করার বিষয়টি বিবেচনায় রয়েছে। প্রান্তিক পর্যায়ে টিকাদান সহজ করতে এনআইডি ব্যতীত দেখিয়ে টিকা নেয়ার ব্যবস্থা করা যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছে। এছাড়া শিক্ষার্থীদের কথা চিন্তা করে টিকা গ্রহণের বয়স ১৮তে নামিয়ে আনার পরিকল্পনা নেয়া হয়েছে।