খাগড়াছড়িতে এতিম শিশুদের সমাজের মূলস্রোত ধারায় নিয়ে আসতে কাজ করছে সরকার। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত বাংলাদেশের একমাত্র মিশ্র শিশু পরিবার রয়েছে খাগড়াছড়িতে। আর এখানেই বেড়ে উঠছে সকল ধর্মের এতিম শিশুরা।
বর্তমানে ৯২ জন এতিম শিশু সম্পূর্ন আবাসিক সুবিধায় বেড়ে উঠছে এই প্রতিষ্ঠানে। সমাজসেবা অধিদফতরের আওতায় পরিচালিত এই প্রতিষ্ঠানে শুধু আশ্রয় মিলে বাবা মা হারা এতিম শিশুদের। সাধারনত ছয় থেকে নয় বছর বয়সী এতিম শিশুরাই ভর্তি হওয়ার সুযোগ পায় এখানে। প্রতিটি শিশুর পড়ালেখা নিশ্চিত করার পাশাপাশি খেলাধুলা,নাচ গানসহ জীবনমুখী বাস্তবিক শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানে।
এতিম শিশুদের পড়াশোনার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনের জন্য রয়েছে আলাদা তত্ত্বাবধায়ক। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে এতিম শিশুরা দক্ষ হয়ে উঠে বিভিন্ন ক্ষেত্রে।
শিশু পরিবারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এতিম শিশুদের অনেকে সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত হয়েছে।
সরকারি সহায়তা ও পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠা এতিম শিশুদের জীবন আলোকিত হোক এই প্রত্যাশা সবার।