এখন থেকে কঠোর হবেন স্থানীয় সরকার মন্ত্রী

- আপডেট সময় : ০৮:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২০
- / ১৫০২ বার পড়া হয়েছে
আবাসিক ভবন ও বাণিজ্যিক ভবনওগুলো যেন যথাযথ ব্যবস্থাপনায় গড়ে ওঠে সে লক্ষ্যে এখন থেকে কঠোর হবেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন ঢাকা শহর বাসযোগ্য সুন্দর শহর হবে প্রধানমন্ত্রী এ প্রত্যাশাটি করছেন।
এজন্যই এ কমিটিকে পুনর্গঠন করা হয়েছে। মানুষের জন্য আবাসযোগ্য ঢাকা শহর গড়ে তুলতে সবকিছু বিবেচনায় নেওয়া হয়েছে। মন্ত্রী আজ দুপুরে ড্যাপ রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। এসময় তিনি কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় শক্তভাবে সিদ্ধান্ত নেয়ারও আভাস দেন। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরিফ আহমেদ, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্টরা।