এক যুগ পর আবারও নয়াদিল্লিতে বসছে যৌথ নদী কমিশনের বৈঠক

- আপডেট সময় : ০৩:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বাংলাদেশের মধ্য দিয়ে প্রভাহিত ৫৪টি নদীর বিষয়ে নয়াদিল্লিতে যৌথ নদী কমিশনের বৈঠক হলেও বহুল প্রতীক্ষিত তিস্তার পানি বন্টন নিয়ে এবারও কোনো সমাধান দেখছেন না বিশেষজ্ঞরা। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে এটিকে শুধু নিয়ম রক্ষা বৈঠক হিসেবেই দেখা হচ্ছে।তবে, পররাষ্ট্র মন্ত্রনালয় বৈঠকটিকে গুরুত্বের সাথেই দেখছে।
এক যুগ পর নয়াদিল্লিতে আবারও বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন-জেআরসি বৈঠক। প্রধানমন্ত্রীর ভারত সফরের ঠিক ১০ দিন আগে তিস্তা,কুশিয়ারা, মুহুরীসহ দু’দেশের মধ্যে অভিন্ন ৫৪টি নদীর অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে এ বৈঠকে।
পাহাড়ি ঢলে বন্যা আর শুস্ক মৌসুমের নেতিবাচক প্রভাবসহ আলোচনার টেবিলে বাংলাদেশ যৌক্তিক অবস্থান তুলে ধরবে বলে জানান পররাষ্ট্রসচিব।
তবে একযুগ ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি নিয়ে আশাবাদী নন সাবেক এই কুটনীতিক।
সরকার প্রধানের তৃতীয় মেয়াদের এই সফরে জেআরসির বৈঠকের ইতিবাচক ফলাফল সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে বলেও মনে করেন কূটনীতিকরা।